22. Accounts Reports

  1. মেন্যুর Reports অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে Accounting Reports অপশন এ ক্লিক করতে হবে।
  2. এখানে Accounting Reports এ ক্লিক করলে নিম্নের স্ক্রীনটি প্রদর্শন হবে। নিম্নে তার বর্ণনা দেওয়া হলো। এখানে,
    • প্রথমত ADC Select করতে হবে।
    • কোন Branch-এর Accounting Reports দেখতে চান তা select করতে হবে।
    • Report Title: হচ্ছে কোন ধরনের Report check করবেন তা select করতে হবে। এখানে multiple reports দেখার option আছে। আপনার প্রয়োজন অনুযায়ী তা select করতে পারবেন।
    • Report Option: যদি Narration/Details সহ দেখতে চান তাহলোে With Narration/Details option select করতে হবে। অন্যথায় Without Narration select করতে হবে।
    • চাইলে প্রয়োজন অনুযায়ী Date change করেও দেখতে পাবেন
    • অবশেষে Generate button-এ ক্লিক করে Print Preview দেখতে পাবেন।

  3. নিম্নে Print preview screent-টি দেখানো হলো।