17.1 Project Catagory

প্রশিকার সকল প্রোজেক্ট গুলো ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি অনুসারে এই সেকশনে তালিকাভুক্ত রয়েছে। মেন্যুর Setup & UtilitiesProject Catagory অপশনে ক্লিক করলে একটি স্ক্রীন দেখতে পাবেন যেখানে প্রোজেক্টের তালিকা দেখা যাবে।

Project_catagory_home

17.2 Project Identification And Info

  1. মেন্যুর Setup & UtilitiesProject Catagory অপশনে ক্লিক করলে একটি স্ক্রীন দেখতে পাবেন যেখানে প্রোজেক্টের তালিকা দেখা যাবে।
  2. নিম্নোক্ত চিত্রে দেখানো সার্চ বার এ গিয়ে প্রোজেক্ট এর নাম লিখে সাজেশন লিস্ট থেকে প্রোজেক্ট সিলেক্ট করে Find বাটনে ক্লিক করলে লিস্টে সেই প্রোজেক্ট দেখা যাবে।
  3. Project_catagory_Selection

17.3 Addition Of Project Catagory Information

  1. Project Catagory সংযোজনের ধাপসমূহ নিম্নে আলোচনা করা হল :-
  2. Project_catagory_Selection এখানে,
    • প্রথমত, যেকোন একটি Project Catagory-এর উপর Double ক্লিক করতে হবে।
    • এরপর পাশে একটি Project Catagory Information Add/Edit Window Open হবে।
    • সেখানে Add Button-এ ক্লিক করে প্রয়োজনীয় information সংযোজন করে নিতে হবে।
    • এবার, Update Button-এ ক্লিক করতে হবে।
    • অবশেষে নতুন করে একটি Project Catagory সংযোজন হবে।

17.4 Correction Of Project Catagory Information

  1. Project Catagory সংশোধনের ধাপসমূহ নিম্নে আলোচনা করা হল :-
  2. Project_catagory_Selection এখানে,
    • প্রথমত, যেকোন একটি Project Catagory-এর উপর Double ক্লিক করতে হবে।
    • এরপর পাশে একটি Project Catagory Information Add/Edit Window Open হবে।
    • সেখানে Edit Button-এ ক্লিক করে প্রয়োজনীয় information সংযোজন করে নিতে হবে।
    • এবার, Update Button-এ ক্লিক করতে হবে।

17.5 Print Of Project List

  1. প্রোজেক্ট ক্যাটাগরি স্ক্রীন এ এসে নিম্নোক্ত চিত্রে দেখানো স্থান থেকে Report Title এবং Output Options সিলেক্ট করে নিতে হবে।
  2. Project_print
  3. এখন Generate বাটনে ক্লিক করলে আপনার কাংখিত আউটপুট চলে আসবে।
  4. Project_print