Introduction


প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ বেসকারি উন্নয়ন সংস্থা। 1976 সালে আনুষ্ঠানিকভাবে প্রশিকার যাত্রা শুরু হয়। বর্তমানে প্রশিকা ৫৫ টি জেলার প্রায় ২২ হাজার গ্রাম এবং শহরের দুই হাজারের বেশি সংখ্যক বস্তি/মহল্লা কাজ করছে।

প্রশিকার অভীষ্ট লক্ষ্য: প্রশিকা এমন একটি সমাজ চায়, যা হবে অর্থনৈতিকবাবে উৎপাদনশীল ও ন্যায়সম্মত, সামাজিকভাবে ন্যায়সঙ্গত, পরিবেশগতভাবে নির্মল এবং যথার্থ গণতান্ত্রিক |

প্রশিকার ব্রত : দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নের মাধ্যমে একটি নিবিড়, সম্প্রসারিত, অংশগ্রহণমূলক এবং স্থায়ীত্বশীল উন্নয়ন প্রক্রিয়া পরিচালনা করা ।

প্রশিকার উদ্দেশ্যগুলো হচ্ছে :

  1. কাঠামোগত দারিদ্য্য বিমোচন |
  2. পরিবেশ সংরক্ষণ ও পুনর্সৃজন |
  3. নারীর অবস্থার উন্নয়ন |
  4. রাষ্ট্রীয় ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোতে জনগণের অংশগ্রহণ ও অবভগম্যতা তৈরী |
  5. গণতান্ত্রিক এবং মানবিক অধিকার অর্জন ও ব্যবহারের ক্ষেত্রে জনগণের সামর্থ্য বৃদ্ধি করা |
  6. মানবিক মূল্যবোধের বিকাশ ।