2.1 Software Download

নিম্নে সফটওয়্যার কোথায় থেকে ডাউনলোড করতে হবে তার সকল ধাপ সমূহ বর্ণনা করা হলো।

সফ্টওয়ারটি ইনস্টল করার আগে ফ্রন্টগুলো ডাউনলোড করে ইনস্টল করতে নিতে হবে ।

  • লিংক : ফন্ট ডাউনলোড
  • প্রথমে PFMS এর সার্ভার এ যেতে হবে।
    1. যেকোন ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে।
    2. ব্রাউজার এর এড্রেস বার এ গিয়ে লিংক টি কপি করে পেস্ট করতে হবে।
    3. লিংক : http://pfms.software.pirthe.com/
    4. Enter প্রেস করতে হবে।
    5. এই পেজে আসার পর ডান পাশে দেওয়া PFMS বাটনে ক্লিক করবেন।
    6. লগিন ফর্ম এ সঠিক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Sign In বাটনে ক্লিক করলে PFMS সার্ভার এর ড্যাশবোর্ড আসবে।
    7. ড্যাশবোর্ড এ গিয়ে নিচের অংশে দেখতে পাবেন PFMS Software Updates and User Manual Documents তার উপর ক্লিক করতে হবে।
    8. এখানে আপডেট ফোল্ডার হতে PFMS_Setup_xxxxxxxx.zip এ ক্লিক করলে একটি ফাইল ডাউনলোড শুরু হবে।

    9. বিঃদ্রঃ অনেক কম্পিউটারে জিপ ফাইল টি ডাউনলোড করার ক্ষেত্রে ব্রাউজার বাধা দিয়ে থাকতে পারে। এক্ষেত্রে, পাশে ^ চিহ্নে ক্লিক করে keep এ ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।

    2.2 Software Installation

    নিম্নে সফটওয়্যার টি কিভাবে ডাউনলোড এর পরে ইন্সটল করতে হবে তার সকল ধাপ সমূহ দেখানো হলো

    1. প্রথমে ডাউনলোড করা জিপ ফাইলকে একটি ফোল্ডারে আনজিপ করতে হবে।
    2. আনজিপ করার পরে ফোল্ডারে তিনটি ফাইল থাকবে।
    3. after_unzip_in_folder
    4. এখানে setup.exe ফাইলে ডাবল ক্লিক করলে ইন্সটলেশন উইজার্ড শুরু হয়ে যাবে। সব next এ ক্লিক করে ইন্সট সম্পন্ন করতে হবে।
    5. এখন ডেস্কটপ এ অথবা উইন্ডোস হোম এ গেলে ProshikaFinancialManagementSystem নামে নিম্নোক্ত আইকন দেখা যাবে।
    6. pfmsICON
    7. আইকনে ডাবল ক্লিক করে সফটওয়ার ওপেন করার পরে লগিন পেইজ আসবে। সঠিক “Staff/User ID" এবং “Password" টাইপ করে “Log In” বাটনে Click করলে এই পেইজ আসবে।
    8. software_dashboard