18. Print Of Collection Sheet

  1. মেন্যুর Reports অপশনে ক্লিক করতে হবে।
  2. ড্রপডাউন থেকে Collection Sheet অপশনে ক্লিক করলে একটি Collection Sheet ফিল্ড আসবে।
  3. এখানে এডিসি, কর্মী, ব্রাঞ্চ, গ্রুপ, মাস সহ সকল তথ্য দিয়ে প্রয়োজনীয় Output Type নির্বাচন করে Generate বাটনে ক্লিক করলে কাঙ্খিত কালেকশন শীট এর প্রিন্ট প্রিভিউ স্ক্রীন আসবে ।
  4. উল্লেখ্য, এখানে Output Type এ ক্লিক করলে ড্রপডাউন এ চারটি অপশন আসবে।

  5. উল্লেখ্য, এখানে Output Type-এর Last ৩টি Group-এর জন্য Output Option: Save As PDF File Select করতে হবে।
  6. Selected Group এ নির্বাচিত কর্মীর নির্বাচিত গ্রুপ এর শীট থাকবে। এই অপশন নির্বাচন করে Generate বাটনে ক্লিক করলে নিম্নোক্তরূপ প্রিন্ট প্রিভিউ চলে আসবে।
  7. Selected Kormi All Group এ নির্বাচিত কর্মীর সব গ্রুপের শীট থাকবে। File Path এ ব্যবহারকারী শীট সংরক্ষণ এর অবস্থান নির্ধারণ করে দিতে পারবেন। Merge Output Files এবং Open Merged Files চেকবক্স এ টিকমার্ক দিলে একাধিক গ্রুপ থাকলে সব গ্রুপের শীট একটি ফাইলে আসবে এবং তাৎক্ষণিক ওপেন হয়ে যাবে।
  8. Selected Day All Group এ নির্বাচিত দিন/বার এর সকল গ্রুপের কালেকশন শীট থাকবে। প্রয়োজনানুসারে File Path নির্বাচন সহ Merge Output Files এবং Open Merged Files করে নিতে পারবেন।
  9. Selected Kormi and Day all Groups এই অপশনে নির্বচিত কর্মী এবং দিন/বার এর সকল গ্রুপের শীট থাকবে। প্রয়োজনানুসারে File Path নির্বাচন সহ Merge Output Files এবং Open Merged Files করে নিতে পারবেন।