8.1 ESSP Deposit/Registration

  1. মেন্যুর Data Entry অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে Savings Scheme Registration অপশন এ ক্লিক করতে হবে।
  2. এখানে ESSP Deposit/Registration এ ক্লিক করলে ESSP(ECONOMIC-SOCIO SECURITY PROGRAM) স্ক্রীন আসবে। এখানে,
    • প্রথমত ESSP Select করতে হবে।
    • দ্বিতীয়ত, Branch Select করতে হবে। Branch Select করার পর Automatic-ভাবে ADC Select হয়ে যাবে।
    • Group No : Select করতে হবে।
    • কোন Member-কে দেওয়া হচ্ছে তা Select করতে হবে।
    • Nomini Information সংযোজন করতে হবে।
    • Deposite Amount-এর পরিমান দিতে হবে।
    • Opening Date : এই হিসাবটি কবে থেকে শুরু হবে।
    • এবং Update বাটন এ ক্লিক করতে হবে।
    • ডানপাশে একটি Transaction List তৈরি হবে।

  3. ESSP(ECONOMIC-SOCIO SECURITY PROGRAM) Transaction List-এর বর্ণনা নিম্নে উল্লেখ করা হলো। এখানে,
    • Transaction List দেখতে চাইলে Date অনুসারে Select করে Show Button-এ ক্লিক করতে হবে।
    • অবশেষে, Transaction List-টি দেখা যাবে।
    • যদি কোন Member-এর Print Preview দেখার প্রয়োজন হয় Generate বাটন-এ ক্লিক করে Print Preview দেখা যাবে।

  4. ESSP(ECONOMIC-SOCIO SECURITY PROGRAM)-এর তথ্য সংশোধন। এখানে,
    • যদি কোন Member Information সংশোধন করার প্রয়োজন হয় তখন Transaction List থেকে ঐ ID-টা সিলেক্ট করে Edit বাটন-এ ক্লিক করতে হবে এবং সংশোধন করে পুনরায় Update বাটন-এ ক্লিক করতে হবে।

8.2 PSSS Registration

  1. মেন্যুর Data Entry অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে Savings Scheme Registration অপশন এ ক্লিক করতে হবে।
  2. এখানে PSSS Registration এ ক্লিক করলে PSSS(PROSHIKA SPECIAL SAVINGS SCHEME) স্ক্রীন আসবে। এখানেও,
    • প্রথমত PSSS Select করতে হবে।
    • দ্বিতীয়ত, Branch Select করতে হবে। Branch Select করার পর Automatic-ভাবে ADC Select হয়ে যাবে।
    • Group No : Select করতে হবে।
    • কোন Member-কে দেওয়া হচ্ছে তা Select করতে হবে।
    • Nomini Information সংযোজন করতে হবে।
    • Certificate No : এবং MR No : দিতে হবে।
    • Payment Type : কি হবে By Cash / By Cheque যদি Cheque হয় তাহলে Cheque No : দিতে হবে।
    • Monthly Dividend Amount দিতে হবে।
    • Deposite Amount-এর পরিমান দিতে হবে।
    • Opening Date : এই হিসাবটি কবে থেকে শুরু হবে।
    • এবং Update বাটন এ ক্লিক করতে হবে।
    • ডানপাশে একটি Transaction List তৈরি হবে।

  3. PSSS(PROSHIKA SPECIAL SAVINGS SCHEME) Transaction List-এর বর্ণনা নিম্নে উল্লেখ করা হলো। এখানে,
    • Transaction List দেখতে চাইলে Date অনুসারে Select করে Show Button-এ ক্লিক করতে হবে।
    • Certificate No: দিয়ে Show Button-এ ক্লিক করলে ঐ Certificate-এর উপর নির্ভর করে নির্দিষ্ট PSSS Report দেখা যাবে।
    • অবশেষে, Transaction List-টি দেখা যাবে।
    • যদি কোন Member-এর Print Preview দেখার প্রয়োজন হয় Generate বাটন-এ ক্লিক করে Print Preview দেখা যাবে।

  4. অন্য একটি স্টেপ এর বর্ণনা 8.1-এর 4-এ দেওয়া আছে ঐগুলো অনুসরণ করতে হবে।

8.3 DBSS Registration

  1. মেন্যুর Data Entry অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে Savings Scheme Registration অপশন এ ক্লিক করতে হবে।
  2. এখানে DBSS Registration এ ক্লিক করলে DBSS(DOUBLE BENEFIT SAVINGS SCHEME) স্ক্রীন আসবে। এখানেও একইভাবে,
    • 8.2 PSSS Registration-এর সবগুলো Step অনুসরণ করতে হবে।
    • এখানে শুধুমাত্র Monthly Dividend Amount Option-টি থাকবে না।

8.4 PLSS Registration

  1. মেন্যুর Data Entry অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে Savings Scheme Registration অপশন এ ক্লিক করতে হবে।
  2. এখানে PLSS Registration এ ক্লিক করলে PLSS(PROSHIKA LAKHPOTI SAVINGS SCHEME) স্ক্রীন আসবে। এখানেও একইভাবে,
    • 8.1 ESSP Deposit/Registration-এর সবগুলো Step অনুসরণ করতে হবে।
    • এখানে, শুধুমাত্র সংযোজন হবে No Of Inst. : এই Option-টি/li>