16.1 Introduction of Union And Village Information

মেন্যুর Setup & Utilities থেকে Union & Village Info অপশনে ক্লিক করলে একটি স্ক্রীন দেখতে পাবেন যেখানে ইউনিয়ন এবং গ্রামের তথ্য দেখা যাবে। চিত্রটি নিম্নরূপ-

16.2 View of Union And Village Information

ইউনিয়নের এবং গ্রামের তথ্য দেখতে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে-

  1. ইউনিয়নের অথবা গ্রামের তথ্য তালিকা দেখতে Union and Village Information Screen থেকে নিম্নোক্ত চিত্রে দেখানো এরিয়া থেকে প্রথমে বিভাগ, তারপরে জেলা, উপজেলা/থানা শনাক্ত করে Show Union বাটনে ক্লিক করলে সেই থানার অন্তর্ভুক্ত সকল ইউনিয়নের তালিকা নিম্নে চলে আসবে।
  2. Union_and_villages_view
  3. কাঙ্ক্ষিত গ্রাম যে ইউনিয়নের অন্তর্ভুক্ত উপরোক্ত চিত্রে দেখানো ফিল্ডে ইউনিয়নের নাম লিখে অথবা ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে All Villages বাটনে ক্লিক করলে নিচে গ্রামের তালিকা চলে আসবে।

16.3 Addition Of New Union And Village Information

নতুন ইউনিয়ন এবং গ্রাম সংযোজন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে-

  1. ইউনিয়ন সংযোজন এর ধাপসমূহ নিম্নে আলোচনা করা হলো:-
  2. Union_add এখানে,
    • প্রথমত, বিভাগ, জেলা, থানা সিলেক্ট করে নিতে হবে।
    • তারপর, Add/Edit Union Button-এ ক্লিক করতে হবে।
    • এরপর পাশে একটি Union Information Add/Edit Window Open হবে।
    • সেখানে Add Button-এ ক্লিক করে প্রয়োজনীয় information সংযোজন করে নিতে হবে।
    • এবার, Update Button-এ ক্লিক করতে হবে।
    • অবশেষে নতুন করে একটি ইউনিয়ন সংযোজন হবে ঐ জেলার অধীনে।

  3. গ্রাম সংযোজন এর ধাপসমূহ নিম্নে আলোচনা করা হলো:-
  4. Village-Add এখানে,
    • প্রথমত, বিভাগ, জেলা, থানা সিলেক্ট করে নিতে হবে।
    • তারপর, Union Input Box থেকে যে ইউনিয়নের অধীনে গ্রাম সংযোজন হবে তা Select করে নিতে হবে।
    • এবার, All Villages-এ ক্লিক করতে হবে।
    • তারপর, Add/Edit Village Button-এ ক্লিক করতে হবে।
    • এরপর পাশে একটি Village Information Add/Edit Window Open হবে।
    • সেখানে Add Button-এ ক্লিক করে প্রয়োজনীয় information সংযোজন করে নিতে হবে।
    • এবার, Update Button-এ ক্লিক করতে হবে।
    • অবশেষে নতুন করে একটি গ্রাম সংযোজন হবে ঐ ইউনিয়নের অধীনে।

16.4 Correction Of Union And Village

নতুন ইউনিয়ন এবং গ্রাম সংশোধন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে।

  1. ইউনিয়ন সংশোধন এর ধাপসমূহ নিম্নে আলোচনা করা হলো:-
  2. Union_add এখানে,
    • প্রথমত, বিভাগ, জেলা, থানা সিলেক্ট করে নিতে হবে।
    • তারপর, যে Union সংশোধন করা হবে ঐ Union-এর উপর Double ক্লিক করতে হবে।
    • তারপর, Add/Edit Union Button Automatic-ভাবে Enable হয়ে যাবে।
    • এরপর পাশে একটি Union Information Add/Edit Window Open হবে।
    • সেখানে Edit Button-এ ক্লিক করে প্রয়োজনীয় information সংশোধন করে নিতে হবে।
    • এবার, Update Button-এ ক্লিক করতে হবে।
    • অবশেষে ইউনিয়ন সংশোধন হয়ে যাবে।

  3. গ্রাম সংশোধন এর ধাপসমূহ নিম্নে আলোচনা করা হলো:-
  4. Village-Add এখানে,
    • প্রথমত, বিভাগ, জেলা, থানা সিলেক্ট করে নিতে হবে।
    • তারপর, Union Input Box থেকে যে ইউনিয়নের অধীনে গ্রাম সংশোধন হবে তা Select করে নিতে হবে।
    • এবার, All Villages-এ ক্লিক করতে হবে।
    • তারপর, যে Village সংশোধন করা হবে ঐ Village-এর উপর Double ক্লিক করতে হবে।
    • তারপর, Add/Edit Village Button Automatic-ভাবে Enable হয়ে যাবে।
    • এরপর পাশে একটি Village Information Add/Edit Window Open হবে।
    • সেখানে Edit Button-এ ক্লিক করে প্রয়োজনীয় information সংশোধন করে নিতে হবে।
    • এবার, Update Button-এ ক্লিক করতে হবে।
    • অবশেষে গ্রাম সংশোধন হবে যাবে ঐ ইউনিয়নের অধীনে।

16.5 Print Of Union And Village Information

ইউনিয়ন এবং গ্রাম এর তালিকা প্রিন্ট করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে-

  1. Setup & Utiities থেকে Union & Villages স্ক্রীনে এসে বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন সিলেক্ট করে Generate বাটনে ক্লিক করতে হবে।
  2. Union_and_villages_Print
  3. নিম্নে Print Preview-এর Output দেখানো হলো।
  4. Union_and_villages_Print
    • বিঃদ্রঃ Output option এ অবশ্যই কাংখিত আউটপুট ফরম্যাট বেছে নিতে হবে।