4.1 Show Groups

  1. মেন্যুর Data Entry অপশনে ক্লিক করতে হবে।
  2. ড্রপডাউন থেকে Group & Member Entry অপশনে ক্লিক করলে একটি Group Information Entry Screen আসবে।
  3. এখানে উন্নয়ন এলাকা ও শাখা নির্বাচন করে সমিতি নির্বাচন বাটনে ক্লিক করলে নিম্নে শাখার অন্তর্ভুক্ত সকল সমিতির তালিকা আসবে।

4.2 Addition Of Group Information

  1. সমিতির তথ্য সংযোজন নিম্নে তা বর্ণনা করা হলো।
  2. এখানে,
    • প্রথমত, সমিতির তথ্য সংযোজন/সংশোধন Check Box-এ ক্লিক করতে হবে।
    • তারপর Group Information Add/Edit Window-টি Open হবে।
    • Window-টি Open হওয়ার পর Add Button-এ ক্লিক করতে হবে, তারপর প্রয়োজনীয় তথ্য সংযোজন করে Update Button-এ ক্লিক করতে হবে।

4.3 Correction Of Group Information

  1. সমিতির তথ্য সংশোধন। নিম্নে তা বর্ণনা করা হলো।
  2. এখানে,
    • প্রথমত যে সমিতি সংশোধন করব ঐটা উপর ক্লিক করতে হবে।
    • তারপর, সমিতির তথ্য সংযোজন/সংশোধন Check Box-এ ক্লিক করতে হবে।
    • অবশেষে Group Information Add/Edit Window-টি Open হবে। অথবা সমিতির উপর Double Check করলে Window-টি Open হবে।
    • Window-টি Open হওয়ার পর Edit Button-এ ক্লিক করতে হবে, তারপর প্রয়োজনীয় তথ্য সংশোধন করে Update Button-এ ক্লিক করতে হবে।

4.4 Addition Of New Group Member

  1. Group Information Entry Screen এ সমিতি নির্বাচন করে সকল সদস্য বাটনে ক্লিক করতে হবে।
  2. সকল সদস্য বাটনে ক্লিক করার পর সকল Group Member List Show হবে। নিম্নে স্ক্রীনটি দেখানো হলো।
  3. সদস্যের তথ্য সংযোজন নিম্নে তা আলোচনা করা হলো।
  4. এখানে,
    • সদস্যের তথ্য সংযোজন/সংশোধন চেকবক্সে ক্লিক করতে হবে।
    • এরপর, Member DetailsInformation Entry/Edit Screen-টি প্রদর্শন হবে।
    • তারপর, Add Button বাটনে ক্লিক করতে হবে।
    • এবার সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
    • এরপরে Update বাটনে ক্লিক করলে সদস্য তালিকায় সংযোজিত হয়ে যাবে।

4.5 Correction Of Group Member

  1. প্রথমত, 4.4 এর 1 এবং 2 অনুসরণ করতে হবে।
  2. সদস্যের তথ্য সংশোধন নিম্নে তা আলোচনা করা হলো।
  3. এখানে,
    • সদস্যের তথ্য সংযোজন/সংশোধন চেকবক্সে ক্লিক করতে হবে।
    • যে Group Member Id-টি সংশোধন করব তার উপর ডাবল ক্লিক করতে হবে।
    • এরপর, Member DetailsInformation Entry/Edit Screen-টি প্রদর্শন হবে।
    • তারপর, Edit Button বাটনে ক্লিক করতে হবে।
    • এবার সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

  4. এরপরে Update বাটনে ক্লিক করলে সদস্য তালিকায় সংশোধন হয়ে যাবে।

4.6 Print Of Group Member List

Kormi Wise Group List Print:
  1. Group Information Entry Screen এ সমিতি নির্বাচন করে সকল সদস্য বাটনে ক্লিক করলে নিম্নে সেই শাখার সকল সদস্যের তালিকা আসবে।
  2. এবারে Report Title থেকে প্রয়োজনীয় অপশন বেছে নিয়ে Output Options থেকে প্রয়োজনীয় আউটপুট বেছে নিতে হবে।
  3. এবার Generate বাটনে ক্লিক করলে স্ক্রীনে নিম্নরূপ প্রিন্ট প্রিভিউ চলে আসবে।
Group Member List Print:
  1. Group Information Entry Screen এ সমিতি নির্বাচন করে সকল সদস্য বাটনে ক্লিক করলে নিম্নে সেই শাখার সকল সদস্যের তালিকা আসবে।
  2. এবারে Report Title থেকে প্রয়োজনীয় অপশন বেছে নিয়ে Output Options থেকে প্রয়োজনীয় আউটপুট বেছে নিতে হবে।
  3. এবার Generate বাটনে ক্লিক করলে স্ক্রীনে নিম্নরূপ প্রিন্ট প্রিভিউ চলে আসবে।