13.1 Holiday Setup
-
মেন্যুর Setup & Utilities অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে
Holiday Setup অপশন এ ক্লিক করতে হবে।
-
এখানে Holiday Setup-এ ক্লিক করলে নিম্নের স্ক্রীনটি আসবে তার বর্ণনা নিম্নে আলোচনা
করা হলো।
এখানে Holiday For-এর All ADC সম্পর্কে বলা হলো,
- প্রথমত Date Select করতে হবে।
-
দ্বিতীয়ত, Holiday For : থেকে All ADC Select করা হলো ঐখানে
আরো Multiple Option আছে।
- All ADC বলতে সকল ADC off থাকবে।
-
তারপর, Confirm Check Box-এ টিকমার্ক দিতে হবে
& HoliDay Update Button-এ ক্লিক করতে হবে।
-
নিম্নে Holiday For-এর Individual ADC সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এখানে,
- প্রথমত Date Select করতে হবে।
-
দ্বিতীয়ত, Holiday For : থেকে Individual ADC Select করতে
হবে।
- Individual ADC বলতে আলাদাভাবে ADC off থাকবে।
-
তারপর, Confirm Check Box-এ টিকমার্ক দিতে হবে
& Holiday Update Button-এ ক্লিক করতে হবে।
-
নিম্নে Holiday For-এর Individual Branch সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এখানে,
- প্রথমত Date Select করতে হবে।
-
দ্বিতীয়ত, Holiday For : থেকে Individual Branch Select করতে
হবে।
-
Individual Branch বলতে ADC-এর অধীনে আলাদাভাবে
Branch off থাকবে।
-
তারপর, Confirm Check Box-এ টিকমার্ক দিতে হবে
& Holiday Update Button-এ ক্লিক করতে হবে।
-
নিম্নে Holiday For-এর Individual Group সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এখানে,
- প্রথমত Date Select করতে হবে।
-
দ্বিতীয়ত, Holiday For : থেকে Individual Group Select করতে
হবে।
-
Individual Group বলতে ADC-এর অধীনে
Branch থাকবে Branch-এর অধীনে আলাদাভাবে
Group off থাকবে।
-
তারপর, Confirm Check Box-এ টিকমার্ক দিতে হবে
& Holiday Update Button-এ ক্লিক করতে হবে।
13.2 Show Holiday
-
নিম্নে Show Holiday সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এখানে,
- প্রথমত Date Select করতে হবে।
-
দ্বিতীয়ত, Holiday For : থেকে Individual Branch Select করতে
হবে। ঐখানে Multiple Option থাকবে প্রয়োজন অনুযায়ী তা
Select করা যাবে।
- তারপর, Show Holiday Button-এ ক্লিক করতে হবে।
- অবশেষে, Date অনুযায়ী Holiday গুলো দেখাবে।
-
Holiday Add Button সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:-
এখানে,
-
যখন কোন ADC, Branch অথবা Group-কে ছুটি দেওয়া হবে তখন অবশ্যই
Add Button Enable থাকতে হবে।
13.3 Re-Schedule Holiday
-
Re-Schedule এর ধাপগুলো নিম্নে আলোচনা করা হলো:-
এখানে,
-
প্রথমত Screen-এ উল্লেখ করা 1st Step Complete করতে হবে যার
বর্ণনা উপরের অংশে দেওয়া আছে।
-
তারপর, Show Projects Payment Date To Be Re-Scheduled চেকমার্ক বক্স-এ টিকমার্ক
দিতে হবে।
-
তারপর, Schedule Preview Table-এ যে Project গুলো সিলেক্ট করা
Date এর মধ্যে টাকা জমা দেওয়ার কথা ছিলা সেই Project গুলো
Show করবে।
- এবার, Reschedule Update Button-এ ক্লিক করতে হবে।
-
Schedule Update Table এর ধাপগুলো নিম্নে আলোচনা করা হলো:-
এখানে,
-
Reschedule Update Button-এ ক্লিক করার পর
Schedule Update Table-এ Projecct-গুলো
Reschedule হবে।
-
Reschedule Complete হওয়ার পর Successful Messageআসবে তারপর
Ok Button-এ ক্লিক করতে হবে।
13.4 Remove Holiday
-
Holiday Remove Button সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:-
এখানে,
-
যদি কোন করণে ADC, Branch অথবা Group-কে ছুটি দেওয়ার ক্ষেত্রে
ভুল হয় তখন তা Remove করতে অবশ্যই Remove Button Enable করে নিয়ে
হবে।
-
অবশেষে যে ADC, Branch অথবা Group-কে ছুটি দেওয়ার ক্ষেত্রে ভুল
হয়েছে তা Select করে Holiday Update Button এ ক্লিক করতে হবে।
In this article
Related Links