19.1 PSS Reports

  1. মেন্যুর Reports অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে Savings Reports অপশন এ ক্লিক করতে হবে।
  2. এখানে Savings Report-এ ক্লিক করলে নিম্নের স্ক্রীনটি আসবে। নিম্নে মার্ক করা বক্স এর বিবরণ দেওয়া হলো :
    • ADC NO: কোন এলাকাতে ADC(Area Development Centre) ব্রাঞ্চ আছে তা সিলেক্ট করতে হবে।
    • Branch Name: ADC(Area Development Centre) ব্রাঞ্চ এর অধীনে যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে আপনার প্রয়োজন অনুসারে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে।
    • Kormi Name: কর্মীর নাম সিলেক্ট করতে হবে।

  3. নিম্নে মার্ক করা বক্স-এ Report Title :- এর বিবরণ দেওয়া হলো :-
    • Report Title : কোন ধরণের Report দেখার প্রয়োজন তা সিলেক্ট করতে হবে।

  4. নিম্নে মার্ক করা বক্স-এ Group No : এর বিবরণ দেওয়া হল :-
    • Group No :কোন গ্রুপ এর অধীনে টাকাটা জমা রাখা হয়েছে তা সিলেক্ট করতে হবে।
    • যদি কোন Member-এর Preview দেখার প্রয়োজন হয় তাহলে Generate বাটন-এ ক্লিক করে Print Preview দেখা যাবে।

19.2 ESSP Reports

  1. মেন্যুর Reports অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে Savings Reports অপশন এ ক্লিক করতে হবে।
  2. Report Name-এ গিয়ে ESSP(ECONOMIC-SOCIO SECURITY PROGRAM) সিলেক্ট করতে হবে।
  3. নিম্নে মার্ক করা বক্স এর বিবরণ দেওয়া হলো :-
    • ADC NO: কোন এলাকাতে ADC(Area Development Centre) ব্রাঞ্চ আছে তা সিলেক্ট করতে হবে।
    • Branch Name: ADC(Area Development Centre) ব্রাঞ্চ এর অধীনে যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে আপনার প্রয়োজন অনুসারে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে।
    • Kormi Name: কর্মীর নাম সিলেক্ট করতে হবে।

  4. নিম্নে মার্ক করা বক্স-এ Report Title :- এর বিবরণ দেওয়া হলো :-
    • Report Title : কোন ধরণের Report দেখার প্রয়োজন তা সিলেক্ট করতে হবে।

  5. নিম্নে মার্ক করা বক্স-এ Group No : এর বিবরণ দেওয়া হল :-
    • Group No :কোন গ্রুপ এর অধীনে টাকাটা জমা রাখা হয়েছে তা সিলেক্ট করতে হবে।
    • যদি কোন Member-এর Preview দেখার প্রয়োজন হয় তাহলে Generate বাটন-এ ক্লিক করে Print Preview দেখা যাবে।

19.3 PSSS Reports

  1. মেন্যুর Reports অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে Savings Reports অপশন এ ক্লিক করতে হবে।
  2. Report Name-এ গিয়ে PSSS(PROSHIKA SPECIAL SAVINGS SCHEME) সিলেক্ট করতে হবে।
  3. নিম্নে মার্ক করা বক্স এর বিবরণ দেওয়া হলো :-
    • ADC NO: কোন এলাকাতে ADC(Area Development Centre) ব্রাঞ্চ আছে তা সিলেক্ট করতে হবে।
    • Branch Name: ADC(Area Development Centre) ব্রাঞ্চ এর অধীনে যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে আপনার প্রয়োজন অনুসারে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে।
    • Kormi Name: কর্মীর নাম সিলেক্ট করতে হবে।

  4. নিম্নে মার্ক করা বক্স-এ Report Title :- এর বিবরণ দেওয়া হলো :-
    • Report Title : কোন ধরণের Report দেখার প্রয়োজন তা সিলেক্ট করতে হবে।

  5. নিম্নে মার্ক করা বক্স-এ Group No : এর বিবরণ দেওয়া হল :-
    • Group No :কোন গ্রুপ এর অধীনে টাকাটা জমা রাখা হয়েছে তা সিলেক্ট করতে হবে।
    • যদি কোন Member-এর Preview দেখার প্রয়োজন হয় তাহলে Generate বাটন-এ ক্লিক করে Print Preview দেখা যাবে।

19.4 DBSS Reports

  1. মেন্যুর Reports অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে Savings Reports অপশন এ ক্লিক করতে হবে।
  2. Report Name-এ গিয়ে DBSS(DOUBLE BENEFIT SAVINGS SCHEME) সিলেক্ট করতে হবে।
  3. নিম্নে মার্ক করা বক্স এর বিবরণ দেওয়া হলো :-
    • ADC NO: কোন এলাকাতে ADC(Area Development Centre) ব্রাঞ্চ আছে তা সিলেক্ট করতে হবে।
    • Branch Name: ADC(Area Development Centre) ব্রাঞ্চ এর অধীনে যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে আপনার প্রয়োজন অনুসারে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে।
    • Kormi Name: কর্মীর নাম সিলেক্ট করতে হবে।

  4. নিম্নে মার্ক করা বক্স-এ Report Title :- এর বিবরণ দেওয়া হলো :-
    • Report Title : কোন ধরণের Report দেখার প্রয়োজন তা সিলেক্ট করতে হবে।

  5. নিম্নে মার্ক করা বক্স-এ Group No : এর বিবরণ দেওয়া হল :-
    • Group No :কোন গ্রুপ এর অধীনে টাকাটা জমা রাখা হয়েছে তা সিলেক্ট করতে হবে।
    • যদি কোন Member-এর Preview দেখার প্রয়োজন হয় তাহলে Generate বাটন-এ ক্লিক করে Print Preview দেখা যাবে।

19.5 PLSS Reports

  1. মেন্যুর Reports অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে Savings Reports অপশন এ ক্লিক করতে হবে।
  2. Report Name-এ গিয়ে PLSS(PROSHIKA LAKHPOTI SAVINGS SCHEME) সিলেক্ট করতে হবে।
  3. নিম্নে মার্ক করা বক্স এর বিবরণ দেওয়া হলো :-
    • ADC NO: কোন এলাকাতে ADC(Area Development Centre) ব্রাঞ্চ আছে তা সিলেক্ট করতে হবে।
    • Branch Name: ADC(Area Development Centre) ব্রাঞ্চ এর অধীনে যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে আপনার প্রয়োজন অনুসারে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে।
    • Kormi Name: কর্মীর নাম সিলেক্ট করতে হবে।

  4. নিম্নে মার্ক করা বক্স-এ Report Title :- এর বিবরণ দেওয়া হলো :-
    • Report Title : কোন ধরণের Report দেখার প্রয়োজন তা সিলেক্ট করতে হবে।

  5. নিম্নে মার্ক করা বক্স-এ Group No : এর বিবরণ দেওয়া হল :-
    • Group No :কোন গ্রুপ এর অধীনে টাকাটা জমা রাখা হয়েছে তা সিলেক্ট করতে হবে।
    • যদি কোন Member-এর Preview দেখার প্রয়োজন হয় Generate বাটন-এ ক্লিক করে Print Preview দেখা যাবে।