5.1 Loan Disbursment Entry Screen

  1. মেন্যুর Data Entry এ ক্লিক করতে হবে।
  2. ড্রপডাউন থেকে Loan Disbursment অপশন এ ক্লিক করতে হবে।
  3. এখন Loan Disbursment Entry Screen স্ক্রীন আসবে।
  4. এই স্ক্রীনে সঠিক এডিসি, গ্রুপ, প্রোজেক্ট ক্যাটাগরি সহ সকল প্রয়োজনীয় তথ্যাবলী এন্ট্রি করতে হবে।
  5. Find Member অপশনে গ্রুপের মেম্বার সিরিয়াল বা নাম লিখে খুজে নিতে হবে।
  6. পাশে লোনের পরিমান অংকে লিখে Add Member বাটনে ক্লিক করলে নিম্নে তালিকায় তথ্য সংযোজিত হয়ে যাবে।
  7. চাইলে লোন শিডিউল দেখে নিতে পারবেন। এটি পরবরতী সেকশন এ দেখানো হয়েছে।
  8. Loan Disbursment Summary ও পরবর্তী সেকশন এ দেখানো হয়েছে।
  9. যদি লিস্টে লোন পাঠানোর পরেও লোন এর পরিমান চেঞ্জ করতে হয় তবে পরবর্তী সেকশনে দেখানো Re-Schedule এর ধাপগুলি অনুসরণ করতে হবে।
  10. সবশেষে Update বাটনে ক্লিক করতে হবে।

5.2 Loan Schedule

  1. নিম্নের চিত্রে দেখানো স্থানে মেম্বার অপশন সিলেক্ট করে নিয়ে Show Scheduleবাটনে ক্লিক করতে হবে।
  2. এবার নিম্নে দেখানো চিত্রের মত লোন এর শিডিউল চলে আসবে।
  3. বিঃদ্রঃ Update বাটনের সাথে লোন শিডিউল এর কোন সম্পৃক্ততা নেই।


5.3 Loan Disbursement Summary

  1. প্রথমে, Loan Disbursement Summary-এর Select Box-এ ক্লিক করব। তারপর Existing Transaction List-টি open হবে। এখানে,
    • পরবতী Title Step-এ multiple option থাকবে প্রয়োজন অনুযায়ী Option-টি Select করতে হবে।
    • যদি Date পরিবর্তন করার প্রয়োজন হয় তা পরিবর্তন করা যাবে।
    • যদি কোন Kormi id কিংবা Member id পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলোে তা Select করে Edit Option-এ ক্লিক করতে হবে।
    • Edit Complete করার পর Update button-এ ক্লিক করতে হবে।

  2. Project No: সম্পর্কে নিম্নে বর্ননা দেওয়া হলো। এখানে,
    • Kormi বা Member-এর project number দিয়ে show button-এ ক্লিক করতে হবে।

  3. Show Button-এ ক্লিক করার পর ঐ project-এর details দেখানো হবে।

5.4 Re-Schedule

  1. Re-Schedule-এর বর্ণনা নিম্নে দেখানো হলো।
  2. এখানে,
    • প্রথমত, Member Select করে নিতে হবে।
    • যদি আমাদের Installments পরিবর্তন করার প্রয়োজন হয় তবে তা Select করে নিতে হবে।
    • তারপর Re-Schedule Check Box-এ ক্লিক করতে হবে।
    • এরপরে Show Schedule Button-এ ক্লিক করলে Schedule এর Details দেখা যাবে।
    • অবশেষে Schedule Check করে Update Button-এ ক্লিক করতে হবে।