5.1 Loan Disbursment Entry Screen
- মেন্যুর Data Entry এ ক্লিক করতে হবে।
- ড্রপডাউন থেকে Loan Disbursment অপশন এ ক্লিক করতে হবে।
-
- এখন Loan Disbursment Entry Screen স্ক্রীন আসবে।
-
- এই স্ক্রীনে সঠিক এডিসি, গ্রুপ, প্রোজেক্ট ক্যাটাগরি সহ সকল প্রয়োজনীয় তথ্যাবলী এন্ট্রি করতে হবে।
- Find Member অপশনে গ্রুপের মেম্বার সিরিয়াল বা নাম লিখে খুজে নিতে হবে।
- পাশে লোনের পরিমান অংকে লিখে Add Member বাটনে ক্লিক করলে নিম্নে তালিকায় তথ্য সংযোজিত হয়ে যাবে।
- চাইলে লোন শিডিউল দেখে নিতে পারবেন। এটি পরবরতী সেকশন এ দেখানো হয়েছে।
- Loan Disbursment Summary ও পরবর্তী সেকশন এ দেখানো হয়েছে।
- যদি লিস্টে লোন পাঠানোর পরেও লোন এর পরিমান চেঞ্জ করতে হয় তবে পরবর্তী সেকশনে দেখানো Re-Schedule এর ধাপগুলি অনুসরণ করতে হবে।
- সবশেষে Update বাটনে ক্লিক করতে হবে।
5.2 Loan Schedule
- নিম্নের চিত্রে দেখানো স্থানে মেম্বার অপশন সিলেক্ট করে নিয়ে Show Scheduleবাটনে ক্লিক করতে হবে।
- এবার নিম্নে দেখানো চিত্রের মত লোন এর শিডিউল চলে আসবে।
-
বিঃদ্রঃ Update বাটনের সাথে লোন শিডিউল এর কোন সম্পৃক্ততা নেই।
5.3 Loan Disbursement Summary
-
প্রথমে, Loan Disbursement Summary-এর Select Box-এ ক্লিক করব।
তারপর Existing Transaction List-টি open হবে।
এখানে,
- পরবতী Title Step-এ multiple option থাকবে প্রয়োজন অনুযায়ী Option-টি Select করতে হবে।
- যদি Date পরিবর্তন করার প্রয়োজন হয় তা পরিবর্তন করা যাবে।
- যদি কোন Kormi id কিংবা Member id পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলোে তা Select করে Edit Option-এ ক্লিক করতে হবে।
- Edit Complete করার পর Update button-এ ক্লিক করতে হবে।
-
Project No: সম্পর্কে নিম্নে বর্ননা দেওয়া হলো।
এখানে,
- Kormi বা Member-এর project number দিয়ে show button-এ ক্লিক করতে হবে।
-
Show Button-এ ক্লিক করার পর ঐ project-এর
details দেখানো হবে।
5.4 Re-Schedule
- Re-Schedule-এর বর্ণনা নিম্নে দেখানো হলো।
-
- প্রথমত, Member Select করে নিতে হবে।
- যদি আমাদের Installments পরিবর্তন করার প্রয়োজন হয় তবে তা Select করে নিতে হবে।
- তারপর Re-Schedule Check Box-এ ক্লিক করতে হবে।
- এরপরে Show Schedule Button-এ ক্লিক করলে Schedule এর Details দেখা যাবে।
- অবশেষে Schedule Check করে Update Button-এ ক্লিক করতে হবে।
In this article
Related Links
- Introduction
- Software Setup
- Dashboard
- Group & Member Entry
- Loan Disbursment
- Self-Reliant Loan
- Collection Entry
- Savings
- Savings Withdrawal
- Loan Written-Off
- Accounts
- Kormi Information
- Holiday Information
- ADC Information
- Thana Information
- Union & Village Information
- Project Catagory
- Collection Sheet
- Savings Reports
- Loan Reports
- ADC Summary Info
- Accounting Reports
- Help Option
- Exit Option