In this article
9.1 PSS Savings Withdrawal
-
মেন্যুর Data Entry অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে
Savings Withdrawn অপশন এ ক্লিক করতে হবে।
-
এখানে Savings Withdrawn-এ ক্লিক করলে নিম্নের স্ক্রীনটি আসবে। এবং স্ক্রীন টি আসলে
Dropdown টি থেকে PSS সিলেক্ট করা লাগবে।
এখানে,
- Branch No : কোন ব্রাঞ্চ থেকে Withdrawal টা হবে তা সিলেক্ট করতে হবে এবং ADC automatic-ভাবে Generate হয়ে যাবে।
- Group No : কোন Group- থেকে মেম্বার টি হবে তা সিলেক্ট করতে হবে।
- Member No: কোন মেম্বার টি সিলেক্ট করবেন তা এইখান থেকে করা যাবে।
-
Withdrawal-এর ধরণ নিম্নের আলোচনা করা হয়েছে।
এখানে,
- আংশিক উত্তোলন : যে টাকা জমা আছে তার থেকে প্রয়োজন অনুযায়ী উত্তোলন করা যাবে।/li>
- Dropout With Dividend: লাভ সহ একেবারে টাকা নিয়ে যাবে এক্ষেত্রে সদস্যটির গ্রুপ আর একটিভ থাকবেন।
- Dropout Without Dividend: লাভ ছাড়া টাকা উত্তোলন করবে।
-
এরপর Calculate বাটন টা তে ক্লিক করলে তার সব
Savings Balance এসে পড়বে।
- এখানে যদি Withdrawal Amount টি তে Input দিয়ে Update বাটন টা তে ক্লিক করতে হবে।
এরপর Update বাটন টা তে ক্লিক করলে একটা PopUp Message আসবে। ওইটা তে OK বাটন টি তে ক্লিক করতে হবে।এর পর পাঁশের Existing Transaction List Panel এ তাকালে দেখতে পাবো যে ডাটা টি ঐখানে Store হয়ে আছে।
-
এখানে নতুন কোন Withdrawal Transaction করতে হলে New বাটন তা তে
ক্লিক করতে হবে।
9.2 ESSP Savings Withdrawal
-
মেন্যুর Data Entry অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে
Savings Withdrawn অপশন এ ক্লিক করতে হবে।
-
এখানে Savings Withdrawn-এ ক্লিক করলে নিম্নের স্ক্রীনটি আসবে। এবং স্ক্রীন টি আসলে
Dropdown টি থেকে ESSP সিলেক্ট করা লাগবে।
- বাকি Step- গুলো 9.1 PSS Savings Withdrawal-কে অনুসরণ করতে হবে।
- এখানে শুধুমাত্র আংশিক উত্তোলন Option-টি থাকবে না।
9.3 PSSS Savings Withdrawal
-
মেন্যুর Data Entry অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে
Savings Withdrawn অপশন এ ক্লিক করতে হবে।
-
এখানে Savings Withdrawn-এ ক্লিক করলে নিম্নের স্ক্রীনটি আসবে। এবং স্ক্রীন টি আসলে
Dropdown টি থেকে PSSS সিলেক্ট করা লাগবে।
- বাকি Step- গুলো 9.1 PSS Savings Withdrawal-কে অনুসরণ করতে হবে।
- এখানে, Withdrawal-এর ধরণ থাকবে না। নতুন করে সংযোজন হবে Cert No & Principal Withdraw.
- Cert No: হচ্ছে Certificate-এর উপর নির্ভর করে নির্দিষ্ট PSSS-এর Withdrawal করা যাবে।
- Principal Withdraw : মূল টাকা উত্তোলন করা যাবে।
9.4 DBSS Savings Withdrawal
-
মেন্যুর Data Entry অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে
Savings Withdrawn অপশন এ ক্লিক করতে হবে।
-
এখানে Savings Withdrawn-এ ক্লিক করলে নিম্নের স্ক্রীনটি আসবে। এবং স্ক্রীন টি আসলে
Dropdown টি থেকে DBSS সিলেক্ট করা লাগবে।
- বাকি Step- গুলো 9.1 PSS Savings Withdrawal-কে অনুসরণ করতে হবে।
- এখানে, Withdrawal-এর ধরণ থাকবে না। নতুন করে সংযোজন হবে Cert No.
- Cert No: হচ্ছে Certificate-এর উপর নির্ভর করে নির্দিষ্ট DBSS-এর Withdrawal করা যাবে।
9.5 PLSS Savings Withdrawal
-
মেন্যুর Data Entry অপশন এ গিয়ে ড্রপডাউন লিস্ট থেকে
Savings Withdrawn অপশন এ ক্লিক করতে হবে।
-
এখানে Savings Withdrawn-এ ক্লিক করলে নিম্নের স্ক্রীনটি আসবে। এবং স্ক্রীন টি আসলে
Dropdown টি থেকে PLSS সিলেক্ট করা লাগবে।
- বাকি Step- গুলো 9.1 PSS Savings Withdrawal-কে অনুসরণ করতে হবে।
- এখানে, Withdrawal-এর ধরণ থাকবে না।
In this article
Related Links
- Introduction
- Software Setup
- Dashboard
- Group & Member Entry
- Loan Disbursment
- Self-Reliant Loan
- Collection Entry
- Savings
- Savings Withdrawal
- Loan Written-Off
- Accounts
- Kormi Information
- Holiday Information
- ADC Information
- Thana Information
- Union & Village Information
- Project Catagory
- Collection Sheet
- Savings Reports
- Loan Reports
- ADC Summary Info
- Accounting Reports
- Help Option
- Exit Option