12.1 Kormi Information

কর্মী এর সকল তথ্য এই সেকশন এ সংরক্ষিত আছে।
  1. মেন্যুর Setup & Utilities অপশন এ ক্লিক করতে হবে। ড্রপডাউন লিস্ট থেকে Kormi Information এ ক্লিক করতে হবে।
  2. এখন স্ক্রীনে একটি তালিকা আসবে।

12.2 Kormi Identification

  1. তালিকায় কাঙ্ক্ষিত কর্মীর নাম খুজে পেতে সার্চ ফিল্ডে কর্মীর নাম লিখতে হবে।
  2. নাম লিখার সময় কর্মীদের নাম সাজেশন লিস্টে দেখাবে।
  3. সাজেশন লিস্ট থেকে কাঙ্ক্ষিত নাম এর উপর ক্লিক করতে হবে।
  4. Find বাটনে প্রেস করতে হবে।
  5. এখন লিস্টে কাঙ্ক্ষিত কর্মী এর তথ্য দেখতে পারবেন।

12.3 Kormi Information Correction

কর্মীর তথ্য সংশোধন এর জন্য প্রয়োজনীয় ধাপসমূহ নিম্নে উল্লেখ করা হলো-
  1. সংশোধন এর জন্য প্রথমে সেকশন ৪.১ এর অনুরূপ কর্মী কে তালিকায় খুজে নিতে হবে।
  2. এরপর নিম্নোক্ত চিত্রে দেখানো Add/Edit চেকবক্সে ক্লিক করতে হবে।
  3. চেকবক্সে ক্লিক করার পরে একটি Kormi Information Add/Edit ইনপুট ফিল্ড আসবে।
  4. bm_kormi_editbox
  5. এই ফিল্ডে Edit বাটনে ক্লিক করে কর্মীর তথ্য সংশোধন করতে হবে।
  6. এরপরে Update বাটনে ক্লিক করলে তথ্য সংশোধিত হবে।

12.4 Kormi Information Addition

কর্মীর তথ্য সংযোজন এর জন্য প্রয়োজনীয় ধাপসমূহ নিম্নে উল্লেখ করা হলো-
  1. সংযোজন এর জন্য প্রথমে সেকশন ৪.১ এর অনুরূপ কর্মী কে তালিকায় খুজে নিতে হবে।
  2. এরপর নিম্নোক্ত চিত্রে দেখানো Add/Edit চেকবক্সে ক্লিক করতে হবে।
  3. চেকবক্সে ক্লিক করার পরে একটি Kormi Information Add/Edit ইনপুট ফিল্ড আসবে।
  4. Kormi No-এ একটা ১ দিয়ে আরো ৫টি সংখ্যা দিতে হবে।
  5. এই ফিল্ডে Add বাটনে ক্লিক করে কর্মীর তথ্য Add করতে হবে।
  6. এরপরে Update বাটনে ক্লিক করলে তথ্য সংশোধিত হবে।

12.5 Kormi Seal Information

কর্মীর সিল তথ্য সংশোধন/সংযোজন এর জন্য প্রয়োজনীয় ধাপসমূহ নিম্নে উল্লেখ করা হলো-
  1. সংযোজন এর জন্য প্রথমে সেকশন ৪.১ এর অনুরূপ কর্মী কে তালিকায় খুজে নিতে হবে।
  2. এরপর নিম্নোক্ত চিত্রে দেখানো Add/Edit চেকবক্সে ক্লিক করতে হবে।
  3. এরপর নিম্নোক্ত চিত্রে দেখানো Add/Edit Seal চেকবক্সে ক্লিক করতে হবে।
  4. চেকবক্সে ক্লিক করার পরে একটি Kormi Information Add/Edit ইনপুট ফিল্ড এর নিচে সীল ইনফরমেশন ফিল্ড আসবে।
  5. bm_kormi_addbox
  6. এই ফিল্ডে Add অথবা Edit বাটনে ক্লিক করে কর্মীর তথ্য সংশোধন/সংযোজন করতে হবে।
  7. এরপরে Save Seal বাটনে ক্লিক করলে সিল তথ্য সংশোধিত হবে।

12.6 Print Of Kormi List

কর্মীর তালিকা প্রিন্ট এর জন্য প্রয়োজনীয় ধাপসমূহ নিম্নে উল্লেখ করা হলো-
  1. মেন্যুর Setup & Utilities অপশন থেকে Kormi Information অপশনে গিয়ে নিম্নের চিত্রের চিহ্নিত স্থানে Generate বাটনে ক্লিক করলে Output Options অনুযায়ী স্ক্রীনে প্রিন্ট প্রিভিউ চলে আসবে।
  2. bm_kormi_print bm_kormi_print